বলেছি যখন বাসি ভালো
তখন পাতার আড়াল করে ফুলেরা…
ডালের ফাঁকফোকরে পাখিরা আর?
আর আকাশের শুভ্র মেঘ…
সবাই আমায় আড়চোখে তাকিয়ে থাকেৃ
আর আমি তখন
মুখ ঘুরিয়ে তাদের পৃথিবীর পৃথিবীকে দেখিৃ
তারা আমার বেশ আপন যেনোৃ
এখন ভাবি
আমিতো বাসিনা তোমায় ভালো-
অনায়েসে অধিকার খাটিয়ে
কেনো বারবার বাসতে যাই!
সে আমার জানা নেই।