লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় ব্যাথামুক্ত নিরাপদ প্রসব প্রসঙ্গে সায়েন্টিফিক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত সেমিনার বাস্তবায়নে সহযোগিতা করে ওষুধ কোম্পানী স্কয়ার ফার্মাসিউটিকেলস্ লিমিটেড। এতে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মার্মা প্রধান অতিথি ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ডিডি) ডা. অংচালু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহাতাব উদ্দিন চৌধুরী।
সেমিনারে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. মাকসুদা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম, আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম, লামা-আলীকদম উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডারগণ উপস্থিত ছিলেন।