
রাঙামাটিতে মহিলা পরিষদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে। বুধবার বিকেলে রাঙামাটি শহরের তবলছড়ি ওয়াপদা কলোনি সংলগ্ন বিএডিসি সড়কে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে মানুষ দীর্ঘদিন যাবত তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে। পার্বত্য চট্টগ্রামের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বৈষম্য বিরাজ করছে। যার ফলে জনগোষ্ঠীর একটি অংশ চরমভাবে বঞ্চনার শিকার হচ্ছে। যা পার্বত্য চট্টগ্রামের সমস্যা আরো জটিল হচ্ছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে হলে সকল জনগোষ্ঠীর সম অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি পাহাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।
পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি ছালেহা আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, যুগ্ম-সম্পাদক কাজী জালুয়া, রাঙামাটি জেলা কমিটির প্রচার সম্পাদক হুমায়ুন কবির, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক এড. লাভলী আক্তার, দপ্তর সম্পাদক শরিফা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সদস্য সচিব মো. মামুনুর রশিদ মামুনসহ নাগরিক পরিষদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকের সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোর্শেদা আক্তার।(বিজ্ঞপ্তি)