নিজস্ব প্রতিবেদক ॥
সাবেক ক্রিকেটার কনৌজ চাকমা নিপুনের মৃত্যুতে রাঙামাটির ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে নিপুন চাকমা (৪৪) মৃত্যুবরণ করেন। তিনি রাঙামাটি আম্প্যায়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন। একইসাথে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যাতে কর্মরত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন। সকাল থেকেই নিপুন চাকমার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, ডায়নামিক ফুটবল একাডেমি, ফুটবল খেলোয়াড় সমিতি, রাঙামাটি জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি, রাজবাড়ী একাদশ, উইন স্টারসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রদীপ বড়ুয়া বলেন, সদালাপী খুব কাছের বন্ধুই নয় শুধু নিপুন ক্রীড়াঙ্গনের জন্য আন্তরিক এক ব্যক্তি। মৃত্যুকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না তবে তার মৃত্যু ক্রীড়াঙ্গনের জন্য খুব ক্ষতি।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম বলেন, সাবেক এই খেলোয়াড়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার মৃত্যু শূন্যতা তৈরি করবে ক্রীড়াঙ্গনে।
আগামী ৪ আগস্ট বৃহস্পতিবার নিপুন চাকমার দাহক্রিয়া সম্পন্ন হবার কথা রয়েছে।