
জিয়াউল জিয়া
রাঙামাটিতে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পৌর কমিটির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে প্রচার পত্র বিতরণ করা হয়েছে। জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছে দলটি।
শনিবার সকালে দলীয় কার্যালয় হতে শহরের কাঠালতলী, বনরূপা, হ্যাপির মোড়সহ বিভিন্ন স্থানে এইসব প্রচার পত্র বিলি করা হয়।
প্রচার পত্র বিতরণে জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপি’র সভাপতি শফিউল আজম,সাধারন সম্পাদক মাহাবুবুল বাসেত অপু জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচার পত্র বিতরণ শেষে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, “ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়েই চলছে। সরকার দলীয় লোকজন অর্থ হরিলুট, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার করছে। দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় পণ্যে দাম বৃদ্ধির ফলে সাধরণ মানুষ আজ কষ্টে দিন যাপন করছে। সরকার দলীয় গুটি কয়েক মানুষ ছাড়া সারাদেশের মানুষ এখন দুঃসহ পরিস্থিতিতে জীবন-যাপন করছে। এই সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি আমরা।”