আমরা কোনও প্রতিষ্ঠানের ওপরে নির্ভর না করে নিজ দপ্তরের সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিজেরাই উদ্যোগ নিতে পারি। বেশ কিছু দিন ধরে দেখছি শহরের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে আবর্জনা জমা রয়েছে। এতে করে পরিবেশ দুষণসহ বিভিন্ন সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার সকালে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিকে সফল করতে প্রচার-প্রচারণার লক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পৌরসভার কর্মচারীরা তাদের অধিকারের জন্যে আন্দোলন করতেই পারে। কিন্তু সে জন্যে নগরী অপরিষ্কার থাকবে এটাও ঠিক নয়। আমাদের প্রয়োজন নিজ উদ্যোগে নিজের নগরীকে পরিষ্কার রাখা।