
বান্দরবানের বাইশারীতে নিখোজের নয়দিন পর মাটির নীচ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ক্যাজাইহ্লা ঘোনা এলাকায় পাহাড়ের ঢালে মাটির নীচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি গতমাসের ২৩ জুন নিখোঁজ হওয়া যুবক আব্দুল হাকিম (২৮) এর বলে নিশ্চিত করেছে নিহতের পিতা করলিয়ামুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা জানান, গত রোববার নিখোঁজ যুবকের পিতা বাইশারী পুলিশ ফাঁড়িতে তার ছেলেকে খোজে পাওয়া যাচ্ছেনা বলে একটি অভিযোগ করেছিলেন। অভিযোগটি পেয়ে পুলিশ স্থানীয়দের নিয়ে বিভিন্ন স্থানে খবরা খবর নেন। নিখোঁজ যুবকের সন্ধানে পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাসী অভিযান চালানোর সময় মাটির নীচে গর্ত থেকে যুবকের লাশাটি উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তের পর হত্যাকান্ডের কারণ এবং রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
নিহতের পিতা করলিয়ামুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, গতমাসের ২৩ জুন সকালের সাড়ে এগারোটার সময় আমার ছেলে আব্দুল হাকিম’কে মোবাইল ফোনে এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। তারপর থেকে ছেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। থানায় অভিযোগ দেয়ার পর পাহাড়ের ঢালের একটি গর্ত থেকে ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। আমার ছেলেকে হত্যার বিচার চাই।