
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এ কমিটির সভাপতি ছিলেন।
বুধবার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠন করে তাকে এ দায়িত্ব দেয়া হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
রাঙামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য দীপংকর তালুকদার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।
করোনা ভাইরাসে আক্রান্ত মোহাম্মদ নাসিম গত ১৩ জুন মারা যান। এছাড়া শিল্প, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য পদে কিছু রদবদল হয়েছে। ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সংরক্ষিত আসনের পারভীন হক শিকদারকে শিল্প মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের আমিরুল আলম মিলনকে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে।