শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যাশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প বিষয়ক অংশিজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও দাতা সংস্থা ইউএনডিপি ও ডানিডার সহযোগিতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অরবিন্দ চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমাম উদ্দিন।
প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটর শুকতারা বেগমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের জেলা কর্মকর্তা ধীমান ত্রিপুরা। বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন এ প্রকল্পটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়ন করবে। যার অর্থায়ন করেছে দাতা সংস্থা ডানিডা। এ প্রকল্পের মাধ্যমে জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার উন্নয়নে নানামূখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নারীর দক্ষতা উন্নয়নে কাজ করা হবে। প্রকল্পে লংগদু উপজেলার ১২টি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া নারীর উন্নয়নকে বেগবান করা সম্ভব না। নারীর দক্ষতা ও ক্ষমতায়নের জন্য শিক্ষার বিকল্প নেই। বর্তমানে সমাজে যে অবক্ষয় শুরু হয়েছে তা থেকে বেরিয়ে আসতে পারিবারিক শিক্ষার প্রয়োজন অনেক বেশি। আমাদের নারীদের নিরাপত্তায় সরকারের পাশাপাশি পুরুষ সমাজকে এগিয়ে আসতে হবে। নারীরা আমাদের পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদেরকে পিছিয়ে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।
অবহিতকরণ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার শওকত আকবর, পুলিশ কর্মকর্তা ওসমান গনি, গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির, কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলীসহ প্রকল্পের সুবিধাভোগী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।