বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম পর্যটন স্পটের রেমাক্রী খালে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর কাজী জাকারুল ইসলাম কানন নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রেমাক্রী খাল থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে শনবিার দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হন তিনি।
জানা গেছে, শনিবার ১৩ জনের একটি গ্রæপের সঙ্গে রেমাক্রী খালে সাঁতার কাটতে নেমে ডুবে যান কানন। ঘটনার পর থেকে টানা অভিযান চালিয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কানন ঢাকার উত্তরা এলাকার কাজী জহিরুল ইসলামের ছেলে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম মৃদুল জানান, কাননের মরদেহ এখনো নাফাখুমে রয়েছে, সেখান থেকে মরদেহ থানচি সদরে আনতে আরও অন্তত পাঁচ ঘণ্টা লাগবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।