নানিয়ারচরে হস্তান্তর করা হবে একটি ঘর

এম. সুজন, নানিয়ারচর ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই দেশজুড়ে গৃহহীন-ভূমিহীনদের মধ্যে মুজিব বর্ষের ২৬ হাজার ২২৯টি নতুন জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এতে নানিয়ারচর উপজেলাতে একটি ঘরের উদ্বোধন করা হবে বলে বুধবার এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গে এই প্রেস ব্রিফিং করেন।
তিনি আরো জানিয়েছেন, বৃহস্পতিবার সারাদেশে গৃহহীন-ভূমিহীনদের মধ্যে ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২২৯টি নতুন জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং এই পর্যায়ের ১২টি ঘরের মধ্যে গেলবার ১১টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং আগামীকাল(বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে উপজেলার বাকি একটি ঘর হস্তান্তর করা হবে। আগামীতে উপজেলায় যদি এমন কোনো ভূমিহীন গৃহহীন যোগ্য থেকে থাকে তবে অবশ্য উপজেলার প্রশাসন সন্ধান পেলে তদন্ত সাপেক্ষে ঘরের প্রস্তাবনা পাঠানো হবে।