নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলার চার ইউনিয়নে নতুন করে মোট ৩২,৮১৬ জন স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের মাঠে এই স্মার্ট জাতিয় পরিচয় পত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৭ই মে হতে ১৩ই মে সাত দিনব্যাপি ২নং নানিয়ারচর সদর ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্রসমূহ ইউনিয়ন পরিষদের মাঠে। ২১ই মে হতে ২৫ মে ০৫ দিন ব্যাপি ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্রসমূহ ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ও ২৬ মে হতে ১ জুন ০৭ দিন ব্যাপি ৩নং বুড়িঘাট ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্রসমূহ নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা ও বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলায় সর্বমোট ৩২৮১৬ জনের মাঝে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে।