রাঙামাটির নানিয়ারচরে সন্ত্রাসীদের গুলিতে সুরেশ কান্তি চাকমা (৬৫) নামের এক দোকানী নিহত হয়েছে। নানিয়ারচর থানার ওসি সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন,মঙ্গলবার রাতে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবারবাগান এলাকায় সমাজকল্যাণ যাত্রী ছাউনির পাশে নিজের চায়ের দোকানে বসা অবস্থায় একদল সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিক এসে তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তার কোন রাজনৈতিক পরিচয় জানা যায়নি এবং কারা এই ঘটনা ঘটাতে পারেন সেই সম্পর্কেও কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
ওসি সাব্বির হোসেন জানিয়েছেন, আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি,পোস্টমর্টেম এর জন্য রাঙামাটি পাঠানো হবে।