জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ধন দে, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাশ, আওয়ামী নেতা নারায়ন সাহা, মধুসূদন চাকমাসহ ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ ,যুবলীগ, শ্রমিকলীগ ও যুব মহিলালীগের নেতৃবৃন্দ।
সভার সঞ্চালনা করেন নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন দাশ।
সভায় শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্য হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।