নানিয়ারচরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর ॥
রাঙামাটির নানিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ও শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে নানিয়ারচর উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।
পরে দিনটি উদযাপন উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে উপজেলার বগাছড়ি এলাকায় বৃক্ষরোপণ করা হয় এবং শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন হয়।