নানিয়ারচর প্রতিনিধি ॥
সারাদেশে নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সাত দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। উপজেলা মৎস কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ মো. এরশাদ বিন শহিদ নিজ অফিস কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশের সাথে নানিয়ারচরেও সাত দিনব্যাপী মৎস্য সপ্তাহ কার্যক্রম পরিচালিত হবে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
মৎস্য কর্মকর্তা বলেন, নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।
‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।
এসময়ে নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিল।