নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটি নানিয়ারচরে বিষপানে প্রদীপ আলো চাকমা (২২) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে উপজেলার বটবিল পকড়া গ্রামের সুকান্ত চাকমার ছেলে প্রদীপ আলো চাকমা শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়িতে থাকা ক্ষেতে দেয়ার কীটনাশক পান করে ফেলেন। পরে বিষপানের আলামত টের পেয়ে আত্মীয়স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা জানান, ঘটনাটি রাতে জেনেছি, সুচিকিৎসার জন্য তদারকি করা হচ্ছে, তবে বর্তমানে আশঙ্কামুক্ত।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানান, উন্নত চিকিৎসার জন্য রাতে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে, প্রদীপ চাকমা বর্তমানে বিপদমুক্ত রয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ তদারকি করছে।