রাঙামাটি
নানিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নানিয়ারচর প্রতিনিধি ॥
“৮০০ কোটির পৃথিবী; সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবসে পালিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ-রিয়া চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার ও রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সারোয়ার কামাল।