রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে সংগঠনটির রাঙ্গামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা এ অভিযোগ করেন।
বিবৃতিতে শান্তিদেব চাকমা অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নব্য মুখোশ বাহিনী (ইউপিডিএফ-গণতান্ত্রিক) ও জেএসএস সংস্কারবাদীর (জনসংহতি সমিতি-এমএন লারমা) সশস্ত্র দুর্বৃত্তরা নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার নিজ বাড়ি থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে অপহরণ করে। পরে তাকে ইঞ্জিনচালিত বোটে করে ‘সন্ত্রাসী আস্তানা’ মহালছড়ি উপজেলার মুবাছড়ির দিকে নিয়ে যায়।’
তবে অপহরণ ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাবেক নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে উদ্ধারে তড়িৎ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ইউপিডিএফের এ নেতা।
পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতি (এমএন লারমা) ’কে দায়ি করে শান্তিদেব চাকমা বলেন, ‘গত বছর ১৫ নভেম্বর নব্য মুখোশ বাহিনী (ইউপিডিএফ-গণতান্ত্রিক) নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী জন্ম হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় খুন, অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির ঘটনা অবিরাম ভাবে ঘটে চলেছে।’
অপহরণের ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ‘এ ঘটনার সাথে আমাদের কোনও সম্পৃক্ততা নেই। এটা তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলও হতে পারে।’
ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর দফতর সম্পাদক মিটন চাকমা বলেন, ‘নানিযারচরে অপহরণের কোনও খবর আমরা পাইনি। আর ইউপিডিএফ যেহেতু আমাদের সবকিছুতে আমাদের দায়ি করে সেখানে আর কী বলার আছে। হয়তবা তারা ঘটনাটি ঘটিয়ে আমাদের দোষারোপ করছে।’
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, এ ধরণের কোনও খবর তারা পায়নি। এখনও পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগও করেনি।
উল্লেখ্য, এর আগে গত ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের সামনে প্রকাশ্য দিবালোকে পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহসভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ১৩ জুলাই খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাকে ওপর হামলা দুর্বৃত্তরা। নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা নিহতের পর থেকে নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।