নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
নানা আয়োজনে বান্দরবানে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে বান্দরবান কাজীস ডায়েন রেস্টুরেন্টে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী। পরে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণকারীদের মাঝে এনটিভির মাস্ক বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সিনিয়র সাংবাদিক মিলন চক্রবর্তী, বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, এনটিভির বান্দরবান স্টাফ করেসপন্ডেট আলাউদ্দিন শাহরিয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এনএ জাকির।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল কুড়ি, ব্লাডডোনার গ্রুপসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী বলেন, পরিচ্ছন্ন ঝকঝকে সবুজ স্কিন এনটিভির জনপ্রিয়তার অন্যতম কারণ। নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ এবং সময় উপযোগী মানসম্মত অনুষ্ঠানমালা প্রচারের মাধ্যমে এনটিভিকে নিয়ে গেছে স্বতন্ত্র একটা অবস্থানে। এনটিভি মানুষের চাহিদা মেটাতে সক্ষম একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল। সময়ের সাথে আগামীর পথে এনটিভির স্লোগান। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে এনটিভি এগিয়ে যাবে শতবছর এই প্রত্যাশা করি।