নিজস্ব প্রতিবেদক ।।
নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় স্মরণ করেছে রাঙামাটি ঐতিহ্যবাহী অভিলাষ ক্রিকেট ক্লাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে ক্লাবটি।
সকালে ক্লাবের সদস্য কালো ব্যাচ ধারণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় শোক দিবসের আনুষ্ঠানিকতা। ওয়াপদা ও পোস্ট অফিস কলোনীর শিশুদেরকে নিয়ে বিকাল তিনটায় ক্লাবের মিলনায়তনে শুরু হয় চিত্রাংকন প্রতিযোগিতা। এতে এলাকার শিশুরা অংশগ্রহণ করে। পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিকাল পাঁচটায় বঙ্গবন্ধুর কীর্তি নিয়ে ক্লাবের সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থাত ছিলেন তরুণ সমাজ সেবক মেহেদী আল মাহবুব, ক্লাবের উপদেষ্টা কাজী জালোয়া, বিধান চক্রবর্তী, তৌহিদ হাসান সোহাগ, হাসান কবীর, আব্দুর রহিম, আবির, শফিউল অপু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নাম ছাড়া বাংলাদেশকে কল্পনাও করা যাবে না। ঘাতকরা হয়তো বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে তবে তাঁর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে যে বাধা দিয়েছিল তাতে সফল হতে পারে নাই। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।