নিজস্ব প্রতিবেদক ॥
নানান মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। শুক্রবার তবলছড়ির শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম থেকে জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিজার্ভ বাজার শ্রীশ্রী গীতাশ্রমে রথযাত্রা শেষ হয়। এসময় ভক্তরা রশি দিয়ে টেনে রথ টেনে নিয়ে যায়। রথযাত্রা উপলক্ষে গৌর নিতাই আশ্রমে সকাল থেকে কীর্তন, ভগবদপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
শহরের রাঙাপানি এলাকা থেকে ইসকনের আরেকটি রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি আসামবস্তি, তবলছড়ি ঘুরে বনরূপা ইসকনের শাখা মন্দিরে শেষ হয়। এসময় অগণিত ভক্তবৃন্দ রথযাত্রা অংশ নেয়।
আগামী ৯ জুলাই ফিরতি রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। তবে ইসকনের ফিরতি রথযাত্রা আগের দিন ৮ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।