পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাঙালিদের অধিকার আদায়ের লক্ষে গঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা কমিটির নাম ঘোষনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলকাছ আল মামুন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি হয়েছেন খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর প্রকৌশলী মো. আব্দুল মজিদ। ৬৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয় মোহাম্মদ লোকমান হোসাইন ও মো. শাহাদাত হোসেন।
জেলা কমিটি ঘোষনা উপলক্ষে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের, সাব্বির আহমদ, রেজাউল করিম, অর্থ সম্পাদক মো. সোলায়মান, নবগঠিত জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ প্রমুখ।
কমিটিতে আরও আছেন- সিনিয়র সহ-সভাপতি খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর এসএম মাসুম রানা, রেজাউল করিম মাস্টার, সহ-সভাপতি তাহেরুল ইসলাম, মোক্তাদির হোসেন, নিজাম উদ্দিন, এসএম হেলাল।