নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশী যুবক নিখোঁজ!
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে গাছ কাটতে গিয়ে মো: সৈয়দ আলম (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী মিয়ানমার সীমান্তের ৪৫-৪৬ পিলার এলাকায় কয়েকজন যুবক গাছ কাটতে গিয়েছে শনিবার সকালে। পাহাড় থেকে গাছ কেটে আনার সময় কাঁটাতারের পাশ^বর্তী স্থানে পৌঁছালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) টহল টিমের মুখোমুখি হয়। এসময় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। অন্যরা দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও আষাঢতলী গ্রামের মোহছেন আলীর পুত্র মো: সৈয়দ আলম (৪০) নিখোঁজ রয়েছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয়রা ঘটনাস্থলের পাশ^বর্তী স্থানে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।
আষাঢ়তলী ইউপি সদস্য মোহাম্মদ হাসান জানান, শনিবার সকালে নিখোঁজ সৈয়দ আলমসহ সীমান্তলের অঞ্চলের ৫/৬ জন যুবক মিয়ানমার সীমান্তের কাটাতারের বেড়ার কাছে যায়। ধারণা করা হচ্ছে গরু খুঁজতে অথবা পাহাড় থেকে গাছ কাটার জন্য তারা সেখানে গিয়েছিল। কিন্তু মিয়ানমারের সীমান্তরক্ষীরা গুলি ছোড়ায় শনিবার সন্ধ্যায় অন্যরা ফিরলেও সৈয়দ আলম এখনো নিখোঁজ রয়েছেন।
তবে স্থানীয়দের দাবি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারাগেছে বাংলাদেশি যুবক। বর্তমানে তার লাশটি মিয়ানমারের স্যেলুডং বিওপিতে রয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানান, আষাঢ়তলী মিয়ানমার সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবক নিখোঁহ হওয়ার খবর পেয়েছি। খোঁজ খবব নেয়া হচ্ছে।