বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বহু অভিযোগের হুতা আল আমিন ওরফে বিমান মলই’কে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বান্দরবান জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। আটক আল আমিন এলাকায় নানা কারণে আলোচিত ও সমালোচিত ছিলেন।
পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর বাসিন্দা মো. শহিদুল্লাহ এর দায়ের করা সন্ত্রাসী কায়দায় বাগান লুটপাটের একটি মামলায় আদালত তাকে কারাগারে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল।
মামলার বাদী শহিদুল্লাহ বলেন, আল আমিন বাইশারী ও ঈদগড় এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে তার পৈত্রিক জায়গার বাগান দখলে পায়তারা করে আসছিল। সম্প্রতি সন্ত্রাসীদের নিয়ে আল আমিন গোপন একটি মিটিং ও করে। এ ঘটনায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৮৪/১৯ একটি মামলা দায়ের করার পর অবশেষে আইনের জালা আটকা পড়লেন আল আমিন। আল আমিন বাইশারীতে রাবার বাগানের ম্যানেজারের ছদ্দবেশে নানা বির্তকিত কার্যকলাপে জড়িত বলে দাবি করেন শহিদুল্লাহ।