মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ের পাড়ায় পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কাইপ্রু মুরুং (৪৭) নামের এক নারী মারা গেছেন। ৪ সন্তানের জননী কাইপ্রু মুরুং আমঝিরিরমুখ পাড়ার বাবু মুরুংয়ের স্ত্রী। গত বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
এখনো ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। তারা হলেন- চং ওয়াই মুরুং (৫০) রুই অং মুরুং (১০ মাস), মংহ্লা মুরুং (৫), কাইফু মুরুং (৪৭), চিনাংকু মুরুং (২৭), রো রোং মুরুং (৯), নবাউ মুরুং (৪৮), শংলিং মুরুং (৩০), চেং ওয়াই মুরুং (৪৬), কংডুই মুরুং (৩৫), রেংজং মুরুং (১১), লিংপ্রাং মুরুং (৯), তুংপ্রেমিং (৩০) এবং মিনশু মুরুং (৭)। তাদের সবার বাড়ি আমঝিরিরমুখ পাড়ায়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফুর রহমান বলেন, ‘কাইপ্রু মুরুং নামের এক নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমঝিরির মুখ পাড়া গ্রামের নারী ও শিশুসহ ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এজেডএম সেলিম উদ্দিন বলেন, ‘ডায়রিয়া রোগী দ্রুত চিকিৎসা পেলে ভালো হয়ে যায়। হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি আছেন। তাদের অবস্থা এখন ভালোর দিকে।’