
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির অবৈধ ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের দিনব্যাপি অভিযানে ৮ লাখ ইট ধ্বংসসহ বন্ধ করে দেওয়া হয়েছে ৩টি ইটভাটা। মঙ্গলবার সারাদিন উপজেলার ঘুমধুমের বিভিন্ন এলাকায় অবস্থিত ইটভাটায় বিরতিহীন ভাবে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, অভিযানে নাইক্ষ্যংছড়ির রেজুপাড়ার হায়দার আলীর মালিকানাধীন এইচকেবি ব্রিক্স এর ৬ লাখ ইট, পাত্রাঝিরি এলাকার আসিফ মোঃ সাইফুল ও শহিদুল এর মালিকানাধীন এসএইচবি ব্রিক্স এর দেড় লাখ ইট, সাজু বড়–য়া ও হোসাইন এর মালিকানাধীন গর্জনবনিয়া এইচএসবি ব্রিক্স এর ৭০ হাজার ইট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি এসব অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন।
দিনব্যাপি অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ। এছাড়া অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা সহ র্যাব, পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা।