বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্রসহ কিছু অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা শহরের ব্যবসায়ী পাড়ায় অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরওয়ার কামালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় মাদক ব্যবসায়ী হোসনে মোবারকের বসতবাড়ি থেকে আগ্নেয়াস্ত্র’সহ বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অস্ত্রশস্ত্র গুলো হচ্ছে- ১টি লম্বা বন্দুক, ২টি ওয়াকিটকি সেট, ৪টি পাসপোর্ট, ৩টি ধারালো দা, ৫টি খন্তি, ২টি কোদাল এবং নিষিদ্ধ ইয়াবা সেবন এর বিভিন্ন জিনিসপত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই জিয়াউল হক জানান, পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র গুলো উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টি টের পেয়ে সবাই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করা হয়েছে।