বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ২ জনকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের বাকঁখালী ছাগলখাইয়া নিজবাড়ি থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা ২ জনকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতরা হলেন-ছাগলাখাইয়া গ্রামের বাসিন্দার ফয়েজ আহমদের পুত্র মোহাম্মদ হোসেন (৪০) এবং ফজল করিমের পুত্র নুরুল আজিম (২৯)। অপহৃতরা দুজনই কৃষক। খবর পেয়ে পুলিশ’সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদশন করেছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, অপহৃতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি অপহৃতরা ঘুমন্ত অবস্থায় ছিল। ভোররাতে সাড়ে তিনটার দিকে ৮/১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরণের মুক্তিপণ দাবি করা হয়নি। এর আগেও অপহরণকারী সন্ত্রাসীরা স্থানীয় বাসিন্দার নুরুল আমিন থেকে ৫ হাজার টাকা, নুরুল হাকিম থেকে কিছু স্বর্ণ এবং আবদুল মজিদের দোকান থেকে পানির বোতল ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির জানান, ছাগলাখাইয়া গ্রাম থেকে ২ জন অপহরণের খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে পুলিশ আশপাশের এলাকাগুলোতে অভিযানে চালাচ্ছে।