পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার মাতৃবিয়োগে গভীর শোক জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। মঙ্গলবার উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি এর মাতা নন্দা ত্রিপুরা বার্ধক্যজনিত কারণে খাগড়াছড়িস্থ নিজ বাসভবনে সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগাম উন্নয়ন বোর্ড পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের নিকট তাঁর বিদেহী আত্মার পরমার্থিক সদগতি ও মোক্ষ লাভ কামনা করছি। (বিজ্ঞপ্তি)