ঈদুল আযহার আগের দিন শুক্রবার সকালে আসা রিপোর্টে পার্বত্য জেলা রাঙামাটিতে নতুন করে আরো ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৫১ জনে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলার করোনা বিষয়ক ফোকাল পারসন ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নতুন শনাক্তদের মধ্যে ২৪ জন রাঙামাটি শহরের, ৩ জন কাপ্তাইয়ের,৩ জন লংগদুর এবং ১ জন রাজস্থলী উপজেলার।
জেলা সিভিল সার্জন অফিস আরো জানিয়েছে,শুক্রবার অবধি শনাক্ত ৬৫১ জনের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫০ জন। এখনো আইসোলেশনে আছেন ১০ জন। এখনো রিপোর্ট হাতে আসেনি ১০৭ জনের।
রাঙামাটি জেলা থেকে এ পর্যন্ত ২৯৮৮ জনের রিপোর্ট পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ২৮৮১ জনের। জেলায় এই পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ জন।