
হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটিতে নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৯ জনই রাঙামাটি শহরের এবং বাকি ১ জন কাপ্তাই উপজেলার। বৃহস্পতিবার চট্টগ্রামের ল্যাব থেকে আসা রিপোর্টে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬৭৭ জনের,এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৬২ জন। মারা গেছেন ১০ জন।
নতুন ১৯ জন শহর রাঙামাটি শহরে মোট শনাক্ত হলো ৩৫৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ কাপ্তাই উপজেলায় ১০৩ জন। এছাড়া বাঘাইছড়িতে ১৫ জন,লংগদুতে ১৫ জন,বরকলে ৫ জন,জুরাছড়িতে ২৩ জন, বিলাইছড়িতে ১৩ জন,রাজস্থলীতে ১০ জন, কাউখালীতে ৩০ জন এবং নানিয়ারচরে ৯ জন শনাক্ত হয়েছিলেন। এদের মধ্যে বর্তমানে বাঘাইছড়ি,বরকল,জুরাছড়ি এবং বিলাইছড়িতে সবাই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
নানিয়ারচরে ৩ জন,কাউখালীতে ৪ জন,কাপ্তাইয়ে ৯ জন,রাজস্থলীতে ১ জন,লংগদুতে ৫ জন এবং সদরে ৯৩ জন এখনো লড়ছে কোভিড-১৯ এর বিরুদ্ধে।