পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২০ জনে। বুধবার সকালে সিভাসু থেকে আসা রিপোর্টে নতুন করে আরো ১৮ জনের শনাক্ত হওয়ার তথ্য জানা গেছে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন,নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১৭ জন রাঙামাটি শহরের এবং ১ জন লংগদু উপজেলার।
বুধবার সকালে ৫৭ জনের রিপোর্ট হাতে এসেছে এবং এর মধ্যে ১৮ টি পজিটিভ পাওয়া গেছে বলেও নিশ্চিত করেছেন এই চিকিৎসক।
এনিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৬২০ জন,যার মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫৫ জন। এদের মধ্যে বুধবারই সুস্থ হয়েছেন ৬ জন।
প্রসঙ্গত, গত ৬ মে দেশের সর্বশেষ জেলা হিসেবে পার্বত্য এই জেলাতে ৪ জনের করোনা শনাক্ত হয়। সেই সময় তিনমাস বয়সী এক শিশুও আক্রান্ত হয়। গত তিনমাসে জেলায় করোনায় মারা গেছেন ৯ জন।