নতুন আরো দু’জন সহ বান্দরবানে মোট শনাক্ত ২৮
লামায় গণমাধ্যম কর্মী'সহ ২ জন করোনা আক্রান্ত

বান্দরবানের লামায় গণমাধ্যম কর্মী’সহ নতুন করে দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার কক্সবাজার ল্যাবের নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার লামা উপজেলায় নতুন করে দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরা হলেন- লামা পৌরসভার চম্পাতলীর বাসিন্দার পঁয়ত্রিশ বছরের এক যুবক এবং গজালিয়া ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার একুশ বছরের এক পাহাড়ী যুবক।
এ নিয়ে জেলার সাত উপজেলায় করোনা সনাক্তের বেড়ে দাড়ালো ২৮ জনে। সদর হাসপাতালে আইসোলেশনে আছে আরও ৯ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, নতুন শনাক্ত রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আনা হয়েছে। জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে ২৮ জন হলো।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-এ- জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমন এড়াতে আক্রান্ত দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।