
পার্বত্য জেলা শহর রাঙামাটি এবং জেলার বিভিন্ন উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। সোমবার একদিন নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় করোনাশূণ্য থাকার পর মঙ্গলবার আসা রিপোর্টে জেলায় নতুন করে আরো ৩২ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে চট্টগ্রামের ভেটেনারি ও এনিম্যাল সায়েন্ন বিশ্ববিদ্যালয় ( সিভাস) থেকে। এনিয়ে জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৫৪৩ জন।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নতুন শনাক্ত ৩২ জনের মধ্যে রাঙামাটি শহরেই ২৬ জন,জুরাছড়ি উপজেলায় ৩ জন,কাউখালীতে ১ জন,নানিয়ারচরে ১ জন এবং কাপ্তাইয়ে ১ জন আছেন।
এর আগে গত সোমবার পর্যন্ত জেলায় ২৬২৯ জনের নমুনা সংগ্রহ পাঠানো হয়,যার মধ্যে রিপোর্ট পাওয়া গিয়েছিলো ২৫২৩ জনের। মঙ্গলবার নতুন করে আসা ৮০ জনের রিপোর্টে শনাক্ত মিলল ৩২ জন। এনিয়ে জেলায় মোট শনাক্ত ৫৪৩ জন হলো। যার বেশিরভাগই রাঙামাটি শহরের,৩৪০ জন। দ্বিতীয় সর্বোচ্চ কাপ্তাই উপজেলার ৯২ জন।