রাঙামাটিতে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি পৌরসভার আয়োজনে পৌর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে পৌর জনপ্রতিনিধি, সমাজসেবক ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম আরো সুষ্ঠুভাবে করার লক্ষ্যে জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন পৌর মেয়র।
সমন্বয় সভায় বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, নাগরিক সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মহসীন রানা, ডাঃ সুপ্রিয় বড়ুয়া, ওমর ফারুক, বখতিয়ার উদ্দিন, আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, সৈকত রঞ্জন চৌধুরীসহ আরো অনেকেই।