রাউজানে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা ও কাউখালীতে এক নারীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পাহাড়ী তিনটি সংগঠন।
ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
মঙ্গলবার দুপুরে শহরের স্বণির্ভর এলাকায় অবস্থিত ইউপিডিএফের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরতরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় স্বনির্ভর বাজারে এসে প্রতিবাদ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সহ সাধারণ সম্পাদক অবনিকা চাকমা ও পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫ জুলাই রাউজানে একটি বৌদ্ধ অনাথ আশ্রম অম্যাচিং মারমাকে হত্যা করা হয়। এর কয়েকদিনের পর গত সোমবার রাঙামাটির কাউখালীতে এক মারমা নারীকে ধর্ষণ করা হয়। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।
সমাবেশ থেকে বক্তারা. অবিলম্বে হত্যা এবং ধর্ষনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।