ব্রেকিংরাঙামাটি

ধর্ম অবমাননা মামলায় লংগদু’র সুজন দে’র ৭ বছর কারাদন্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় সুজন দে নামের এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস জগলুল হোসেন এই রায় দেন।

একইসঙ্গে আসামিকে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সুজন দে পেশায় একজন দর্জি। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রায়ের বিষয়টি  নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম। তিনি বলেন, ২০১৭ সালের ১০ মে ‘জানা অজানা’ নামের একটি ফেসবুক আইডি থেকে আসামি সুজন দে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর স্ট্যাটাস দেন। ওই আইডি যে আসামি সুজন দের তা তদন্তে উঠে আসে। এ ঘটনায় রাঙামাটির লংগদু থানায় সুজন দের বিরুদ্ধে মামলা হয়।

মামলাটি তদন্ত করে ওই বছরের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আর অভিযোগপত্র আমলে নিয়ে আদালত ২০১৭ সালের ২৬ অক্টোবর সুজন দের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আসামিকে ৭ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 7 =

Back to top button