নিজস্ব প্রতিবেদক ॥
ধর্মীয় অনুশাসন মেনে চলে আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে যেতে আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় চর্চার জন্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। শনিবার রাঙামাটির কলেজ গেইট সার্বজনীন দুর্গা মাতৃমন্দিরের গীতা শিক্ষা প্রসার ও শ্রী শ্রী পাঞ্চজন্য বিদ্যাপিঠের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সার্বজনীন দুর্গা মাতৃমন্দিরের সভাপতি বিজয় কৃষ্ণ দে’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, সার্বজনীন দুর্গা মাতৃমন্দিরের সাধারণ সম্পাদক উত্তম দেব। অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সদস্য শিক্ষক লিটন দেব।
পরে শিক্ষার্থীদের হাতে গীতা তুলে দেয়া হয়।