সৈকত বাবু
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল রাঙামাটি জেলা কমিটি।
রবিবার সকালে পৌরসভা চত্তর থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, দেশে এখন ১৯৭৪ সালের মত নীরব দুর্ভিক্ষ চলছে। সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় করার ক্ষমতা হারিয়েছে। মানুষ তাদের আত্মসম্মানবোধ ভুলে টিসিবির গাড়ির পেছলে দৌড়াঁয়, আর সরকার বলে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এমন বক্তব্য সাধারণ মানুষের সাথে প্রতারনা ছাড়া আর কিছু নয়। এ সরকারের পতনের জন্য সকলকে রাজপথে নামার আহবানও জানান বক্তারা।
জেলা যুবদল সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারন সম্পাদক মো: শাহেদ, রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম প্রমুখ।