ক্রীড়া প্রতিবেদক
শেখ কামাল বিসিবি অনুর্ধ্ব ১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ২০২১-২২ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের প্রতিযোগিতায় চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে ১৯ জানুয়ারির (বুধবার) খেলায় ফেনী জেলা দল রাঙামাটিকে ৫৪ রানে পরাজিত করে।
প্রথমে ব্যাট করে ফেনী জেলা দল ৪৪.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায়। রাঙামাটির বোলার আরিয়ান ইসলাম বাঁধন ৩, রিটন ৩ ও শাকিল ৩ উইকেট নেন। ফেনীর মির্তিক নাথ সর্বোচ্চ ৫৩ রান করেন।
লাঞ্চ বিরতির পর রাঙামাটি ২২২ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায়। রাঙামাটির ব্যাটসম্যান আব্দুল কাইয়ুম সর্বোচ্চ ২৯ রান করেন। ফেনীর বোলার ইমতিয়াজ রশিদ ৩ উইকেট নেন।
রাঙামাটির শেষ খেলা আগামীকাল ২০ জানুয়ারি মৌলভীবাজার জেলার সাথে। রাঙামাটি জেলা দলের সাথে বেনু দত্ত ম্যানেজার ও মহিতোষ দেওয়ান কোচ হিসেবে রয়েছেন।
উল্লেখ্য, রাঙামাটি প্রথম ম্যাচে লক্ষ্মীপুর জেলাকে ১ উইকেটে পরাজিত করেছিল।