পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও অনলাইন দৈনিক পাহাড় টোয়েন্টিফোর ডটকম অফিস পরিদর্শন করেছেন। রবিবার বিকেলে তিনি শহরের পৌর সুপার মার্কেটস্থ দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও অনলাইন দৈনিক পাহাড় টোয়েন্টিফোর ডটকম অফিস পরিদর্শন করেন। সম্পাদক ফজলে এলাহী, বার্তা সম্পাদক ইয়াছিন রানা সোহেল, সিটি এডিটর হেফাজত সবুজ, মফস্বল সম্পাদক শংকর হোড়সহ পাহাড় পরিবারের অন্যান্য সদস্যরা ফুল দিয়ে চেয়ারম্যানকে বরণ করেন। এসময় পত্রিকাটির সম্পাদক ফজলে এলাহী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের সাথে কথা বলেন।
বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা নিউজ রুম ঘুরে দেখেন এবং কর্মরত সাংবাদিকদের সাথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম’র সাংবাদিকদের বিভিন্ন রিপোর্টের প্রশংসা করে পাহাড়ের উন্নয়নে বিভিন্ন সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। আমাদের উল্লেখ যোগ্য উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে রয়েছে মিশ্র ফল বাগান সৃজন প্রকল্প, উন্নত জাতের বাঁশ উৎপাদন প্রকল্প, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো ছড়িয়ে দিতে সোলার প্রকল্প ও যুব সমাজকে আর্ত প্রত্যয়ি করার লক্ষে আইসিটি প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এসব প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের মানুষের আর্তসামাজিক উন্নয়ন হচ্ছে।
নব বিক্রম কিশোর বলেন, পার্বত্যাঞ্চলের সম্ভাবনাময় ক্ষেত্র পর্যটন খাত এখনও উপেক্ষিত আছে। এ খাতে উন্নয়ন বোর্ড সামনের দিনে প্রকল্প গ্রহণ করবে। বিশ্বের বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলোর মতো পার্বত্যাঞ্চলে পদক্ষেপ গ্রহণ করলে যে পরিমাণ রাজন্ব আয় হবে তা দেশের বাজেট প্রনয়ণে ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনেকরি।
তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলে সম্প্রতি ভূমিধস বেড়ে গেছে। কারণ আমরা প্রকৃতির সাথে অবিচার করছি। তাই প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছি। পার্বত্যাঞ্চলে বসবাস করার জন্য প্রকৃতি ও প্রতিবেশ রক্ষা করেই বসবাস করতে হবে। ভূমির ধস ঠেকাতেই আমরা প্রান্তিক চাষিদের মাঝে বাঁশের চারা বিতরণ করছি। বাঁশ মাটি ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। তাই আমরা মনেকরি ভূমিধস ঠেকাতে অধিকতর বাঁশ বাগান সৃজন প্রয়োজন।
এসময় চেয়ারম্যানের সাথে বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, বোর্ডের মিশ্র ফল বাগান প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।