পলাশ বড়ুয়া’র ছড়া
দমকলের পানিতে নিভেনা আগুন
নিভে যায় শুধু শত জীবন প্রদীপ,
তোমার হাজার টাকার ব্যবসায়
আমার জীবনের কোন মূল্য নেই ৷
কত মা সন্তানহারা
কত বোন ভাইহারা,
কত স্ত্রী স্বামীহারা
কত সন্তান বাবাহারা?
শরীরে গভীর ক্ষত নিয়ে
মৃত্যু শয্যায় কত মানুষ,
লাশ গুলো ছিন্নভিন্ন
এটার নাম কী ব্যবসা?
চাঁটগার মত আজ
আমার পাহাড়ও কাঁদে,
মিঠুন, নিপন, তুহিন
দেশের বীর, পাহাড়ের বীর ৷
স্যালুট পাহাড়ের সন্তান
স্যালুট লাল সবুজের বীর,
পাহাড়ের মানুষ কর্তব্যপরায়ণ
তাঁরা জীবন দিয়ে বাঁচিয়েছে মানুষ ৷
মহাদূর্যোগে জীবনবাজী রেখে
ঝাপিয়ে পড়া মানেই দেশপ্রেম,
এ প্রেমে কোন খুঁত নেই নেই নেই
এ প্রেম মাতৃভূমি দূর্যোগ থেকে রক্ষার প্রেম ৷
চোখ বার বার ভাসছে ছবি
আমার পাহাড়ের বীর যোদ্ধা,
মিঠুন, নিপন, তুহিন কী নির্মম দৃশ্য
ওদেরকে জাতীয় স্বীকৃতি দেয়া হোক ৷