দেশসেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ দেশের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সাইফুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে লংগদু মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতি। সাইফুল ইসলাম রাঙামাটির লংগদু উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে দেশসেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক সমিতির আহবায়ক হাজী ফোরকান আহাম্মদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, সংবর্ধিত কর্মকর্তা সাইফুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, সাংবাদিক এখলাস মিঞা খান, শিক্ষক রাজিব ত্রিপুরা, মো.নুরুল করিম, রবি রঞ্জন চাকমা প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এ অর্জন লংগদুবাসীকে গর্বিত করেছে। তিনি তার মেধা ও শ্রমের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া লাগিয়েছেন। উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা নাজুক হওয়া সত্বেও তিনি এখানকার ২৫টি মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের ডিজিটাল পাঠদানে প্রশিক্ষিত করেছেন। এখন প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠ গ্রহণ করছে।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সংবর্ধণা ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ এবং জেলা পর্যায়ে ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৯’ অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়কে সংবর্ধনা দেওয়া হয়।