পাহাড়টীম
কোথাও বড় কোন অভিযোগ নেই,কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভীড়,খুব সক্রিয় প্রশাসনের মোবাইল টীম এবং আইনশৃংখলাবাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতোই,সব মিলিয়ে বেশ স্বস্তি আর শান্তিপূর্ণভাবেই চলতে দেখা গেছে রাঙামাটি পৌরসভার ভোটগ্রহণ। অন্তত প্রথম তিন ঘন্টায় শহরের কোথাও কোন গোলযোগের খবর মেলেনি।
শহরের ৩১ টি কেন্দ্রে ৬২ হাজার ৯১৩ জন নগরবাসি ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন নিজেদের নগরপিতা নির্বাচনে,সেই সাথে একই ভোটে তারা বেছে নিবেন নগরপিতার আগামী পাঁচ বছরের সহযোগি ১২ জন কাউন্সিলর। এই ভোট প্রক্রিয়ায় বিজয়ী হতে মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ৬১ জহন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল থেকে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভা কেন্দ্রসহ অন্তত ১২ কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারই প্রথম ইভিএম এ ভোট দিয়ে স্বস্তির কথাও জানালেন ভোটাররা। বেলা এগারোটা অবধি কোথাও অপ্রতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
ভোট গ্রহণকে কেন্দ্র করে শহরের প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন মোড়ে পুলিশ ও প্রশাসনের মোবাইল কোর্ট এর তৎপরতা দেখা গিয়েছে। স্টাইকিং ফোর্স হিসেবে মোতায়ন করা হয়েছে বিজিবি ও র্যাব।
রাঙামাটির পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, ৩১টি কেন্দ্রের মধ্যে ২৬ কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় রাখা হয়েছে এবং ১২ টি মোবাইল কোর্ট মাঠে কাজ করার কথাও জানিয়েছেন এই নির্বাচনের সবচে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই কর্মকর্তা।
বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই স্বল্পকম সময়ের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন এই নগরের পাঁচ বছরের অধিকর্তা।