নিজস্ব প্রতিবেদক ।।
রাঙামাটির অসহায়, দুস্থ পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ফাউন্ডেশন। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় তবলছড়িস্থ অভিলাষ ক্রিকেট ক্লাবে এ ত্রাণ সামাগ্রী বিতরণ করা হয়। ঈদ উপলক্ষ্যে এ ত্রাণ বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিল রাঙামাটির ঐতিহ্যবাহী ক্লাব অভিলাষ ক্রিকেট ক্লাব।
এ সময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক মেহেদী আল মাহবুব, মাকছুদুর রহমান, অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি হুমায়ন কবীর, সহ সভাপতি আউয়াল আজম বাবুল, আবু বক্কর নাদিম, ক্লাবের সহ সভাপতি আব্দুল কাদের, ক্লাবের সহ সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবীর, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজম অপু, অভিলাষ ক্রিকেট ক্লাবের উপদেষ্টা কাজী মো: জালোয়া প্রমুখ।
ত্রাণ বিতরণে বক্তারা বলেন, দরিদ্র মানুষের জন্য সামান্য সহায়তার জন্য এ উদ্যোগ আগামীতেও এমন উদ্যোগ চলমান থাকবে। ত্রাণ বিতরণে তবলছড়ি ওয়াপদা ও পোস্ট অফিস কলোনীর প্রায় অর্ধ শতাধিক দুস্থ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।