ব্যক্তি উদ্যোগে রাঙামাটি শহরের ইসলামপুর এলাকার দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জেলা ক্রীড়া সংস্থার (ডিএসও) সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার শফিউল আজম। সোমবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবকের মাধ্যমে প্রায় দেড় শতাধিক ত্রাণ সামগ্রী এলাকার দুস্থদের মাঝে বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল ও আধা কেজি মসুর ডাল।
দেশজুড়ে নভেল করোনাভাইরাস মোকাবিলায় গত কয়েকদিন ধরে কার্যত ‘লকডাউনে’ গোটা দেশ। দেশের এমন ক্রান্তিকালে হতদরিদ্র ও নিন্মআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন শফিউল আজম। তিনি এ কাজে সমাজের অন্যান্য বিত্তশালীদের হতদরিদ্র, খেটে খাওয়া নিন্মবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানান।
শফিউল আজম পাহাড় টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ‘মূলতঃ ব্যক্তি উদ্যোগে এ দেশের এই সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশেষ করে করোনাভাইরাসে প্রভাবে দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো খুবই বিপাকে পড়েছে। তাই আমি নিজে ইসলামপুর এলাকার হতদরিদ্র মানুষের খোঁজখবর নিয়ে তালিকা করে এ ত্রাণ সহায়তা পাঠিয়েছি।’