রাঙামাটি থেকে বিদায় নেওয়া জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দুটো কথার ওপর জোর দিয়েছেন।
এতে তিনি বলেন, আমি রাঙামাটির জন্যে যা রেখে যাচ্ছি তার সংক্ষিপ্ত কিছু আপনাদের জানিয়ে দিচ্ছি। পাহাড় ধস দুর্ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ যখন সহযোগিতা করতে চাইছে তখন আমরা একটি মানবিক তহবিল গঠন করি, এতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৪ লক্ষ টাকার মত জমা হয়েছে। যার থেকে দুর্যোগকালে বিভিন্ন কাজে ৪ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এখন ব্যাংকে প্রায় ২০ লক্ষ টাকার মত জমা রয়েছে। যা আগামীতে দুর্যোগ মোকাবেলায় রাঙামাটির মানুষকে সহযোগিতা করবে।
তিনি আরো জানান, রাঙামাটিকে ভিক্ষুক মুক্ত করার জন্যে আমি নিজ উদ্যোগে একটি তহবিল গঠন করি। তার আওতায় বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে তা দিয়ে এ জেলার প্রায় ৪টি উপজেলাকে ভিক্ষুক মুক্ত করা হয়েছে। এ তহবিলে এখন প্রায় ২২ লক্ষ টাকা রয়েছে। যা আপনারা এ কাজে ব্যয় করতে পারবেন।
কাপ্তাই হ্রদ সম্পর্কে তিনি বলেন, এই হ্রদ হচ্ছে আমাদের প্রাণ। বেঁচে থাকার সম্বল। আশা করবো আপনারা এই হ্রদকে বাঁচিয়ে রাখবেন এবং দুষণমুক্ত রাখবেন। তিনি আরো জানান, এই হ্রদকে ড্রেজিং করার বিষয়ে একটি বৈঠক ও সিদ্ধান্ত হয়েছিলো মন্ত্রণালয়ে। এখনো জানা যায়নি এ কাজ কখন থেকে শুরু করা হবে। তবে কাজটি দ্রুত করা হবে বলে আশা করেন বলেও মন্তব্য করেন তিনি।
1 Comment
তহবিলে এত টাকা ছিলো, তাহলে পাহাড় দূর্গতদের উপযুক্ত সাহায্য-সহযোগিতা না করে এই টাকাগুলো কেন ফেলে রাখা হয়েছিলো???