পানছড়ি প্রতিনিধি ॥
দুর্বৃত্তের গুলিতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে খল কুমার ত্রিপুরা (২৮) নামের ইউপিডিএফ, প্রসীত গ্রুপের সাবেক এক কর্মী নিহত হয়েছেন। তিনি পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের পদ্মিনী পাড়া গ্রামের অনিল মোহন ত্রিপুরা ও বৃষমালা ত্রিপুরার ছেলে। রোববার পানছড়ি-তবলছড়ি সড়কের মরাটিলা নামক এলাকায় সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানা যায়, খল ত্রিপুরা সকালের দিকে বাড়ি থেকে দোকানে দিকে যায়। এসময় কিছু লোক এসে তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে আমরা জেনেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই ধীরলাল ত্রিপুরা (৩৫) থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলা দায়ের প্রক্রিয়াধীন।