খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে ।
শনিবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন মিয়ার সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ডিপিসি কর্মকর্তা মতিউর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
পরে সভা শেষে বৃষ্টি উপেক্ষা করে পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল কাদেরসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অংশ নেন।